দ্বিতীয়বারের মতো দণ্ড থেকে মুক্তি পেলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরপর দুইবার অভিশংসনের মুখোমুখি হওয়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য ট্রাম্পকে শাস্তি দেয়ার পক্ষে ভোট দেয় তবে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট না পড়ায় শাস্তি থেকে রেহাই পেয়েছেন তিনি।
এর আগে গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন আইন পরিষদ কংগ্রেসের ভবন ক্যাপিটল হিলে সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হয়েছিল। দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে গত ১৩ জানুয়ারি ২৩২-১৯৭ ভোটের ব্যবধানে ট্রাম্পকে অভিশংসন করার পর তা অনুমোদনের জন্য উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়।
হোয়াইট হাউজ ছাড়ার তিন সপ্তাহ পর গত সোমবার সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের অভিশংসনের শুনানি শুরু হয়। পাঁচদিনের শুনানির পর শনিবার ট্রাম্পের অভিশংসন কার্যকরে রায় দেয় সিনেট সদস্যরা।
ট্রাম্পকে দোষী করে রায় দেয় সিনেটের ৫৭ সদস্য। এর মধ্যে ৫০জন ডেমোক্রেট এবং সাতজন রিপাবলিকান সদস্য। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের বিপক্ষে তার নিজ দলীয় সদস্যদের ভোট এটিই সর্বোচ্চ।
আনন্দবাজার/টি এস পি