ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ে অনন্য উচ্চতায় এক বাংলাদেশি

রাশিয়া প্রবাসী বাংলাদেশিদের গণমৈত্রী বিশ্ববিদ্যালয় ৬১ বছরে পা দিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওয়েবিনার আয়োজন করা হয়। ওয়েবিনারে অতিথি ছিলেন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন অব গ্রাজুয়েটস অ্যান্ড ফ্রেন্ডস পিপলসের ‘কাউন্সিল চেয়ারম্যান’ বাংলাদেশি আলমগীর জলিল। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এতো বড় দায়িত্ব পালন করছেন। এই সংগঠনে ১৫৮ দেশের সদস্য রয়েছে।

ওয়েবিনারে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষার উপ-মন্ত্রী পিটার কুচেএরএনকো, গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (আন্তর্জাতিক) ইফরেমোবা লারিসা উপস্থিত ছিলেন।

আলমগীর জলিল বলেন, বিশ্বের ১৫৮ দেশের হয়ে একজন বাংলাদেশি প্রতিনিধিত্ব করছে-এটা আমার জন্য আনন্দের। বিভিন্ন দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নয়নে কাজ করছে এই সংগঠন। একজন বাংলাদেশি হিসেবে বিশেষ করে দুই বন্ধুসুলভ দেশ রাশিয়া ও বাংলাদেশের মধ্যেকার শিক্ষা কার্যক্রমের সেতুবন্ধকে আরও মজবুত করার চেষ্টা করছি। অচিরেই এই সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন