ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের নীতি অনুসরণ করে তুরস্ককে হুমকি দিল বাইডেন

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে আঙ্কারাকে ফের হুমকি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুরস্কের এস-৪০০ কেনার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে অটল থাকল।

এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি বলেন, আমাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং আমরা আবারো তুরস্ককে এস-৪০০ ব্যবহার না করার আহ্বান জানাচ্ছি।

ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ তুরষ্ক, যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সংগ্রহ করেছে। এর আগে ২০১৭ সালে এ ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সাথে ৫২০ কোটি ডলারের চুক্তি করেছিল তুরস্ক। ২০১৯ সালের জুলাই মাসে এ ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো যে প্রক্রিয়া এখনো চলছে।

২০১৭ সাল থেকেই মার্কিন সরকার রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়ে আসছে। মার্কিন সরকারের দাবি, এই চুক্তির মাধ্যমে তুরস্ক রাশিয়ার হাতে বিশাল অঙ্কের বাজেট তুলে দেয়ার পাশাপাশি ন্যাটো জোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু তুরস্ক এবং রাশিয়া আমেরিকার এ দাবি প্রত্যাখ্যান করেছে। তবে আঙ্কারা বলেছে, দেশটি কোনো অবস্থায় রাশিয়ার সাথে করা এ সংক্রান্ত চুক্তি বাতিল করবে না।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন