ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের আশংকা

মিয়ানমারের পার্লামেন্টে অধিবেশন শুরুকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনা দেখা দিয়েছে দেশটির নির্বাচিত সরকার ও সামরিক বাহিনীর মধ্যে। বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সামরিক অভ্যুত্থানের আশংকা দেখা দিয়েছে। এ অবস্থায় গতকাল শুক্রবার গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান জানাতে আহবান জানিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাসহ ১২টি দেশ আলাদা বিবৃতি দিয়েছে।

গেলো বছরের নভেম্বরে বিপুল ভোট জয়ের মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। তারপরই সামরিক বাহিনী ফলাফল নিয়ে ব্যাপক প্রশ্ন তোলে। কিন্তু সামরিক বাহিনী এক মুখপাত্র সম্ভাব্য সামরিক অভ্যুত্থানকে উড়িয়ে দিয়েছেন।

ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসা মিয়ানমারের সেনাবাহিনী বলেছে, তাদের অভিযোগ আমলে না নিলে বাহিনীর পক্ষ থেকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই হুমকির মধ্যেই সম্প্রতি সেনাবাহিনীর এক মুখপাত্র ক্ষমতা দখল করে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

মিয়ানমারের বিভিন্ন সূত্রে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, ক্ষমতা ভাগাভাগি নিয়ে আগামী সোমবার সূ চি সরকার ও সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।

২০১১ সালে দীর্ঘ ৫০ বছরের সেনা শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে ফিরে মিয়ানমার। তবে দেশটির সংসদে ২৫ শতাংশ সেনাবাহিনীর হাতে থাকে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন