ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে অনলাইন কেনাকাটার ফিচার

আধুনিক জীবনে নতুন এক বাস্তবতা সামাজিক যোগাযোগ মাধ্যম। ইদানিং এ মাধ্যম ব্যবহার করে কেনাকাটা করাও ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বব্যাপী ফেসবুকসহ এসব মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা চলছে। এবার ফেসবুকের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপেও অনলাইন কেনাকাটার ফিচার যুক্ত হয়েছে।

নতুন ফিচারের ক্যাটাগরিতে অনলাইন স্টার্টআপগুলো পণ্যের ছবি ও দাম উল্লেখ করে পণ্য বিক্রির সুবিধা পাবে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএন।

হোয়াটসঅ্যাপ কতৃর্পক্ষ জানায়, নতুন চালু হওয়া ক্যাটাগরি ফিচারে অনলাইন স্টার্টআপগুলো পণ্যের ছবি ও দাম পোস্ট করতে পারবে। ফলে ক্রেতারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সহজেই কেনাকাটা করতে পারবেন। এতে হোয়াইটঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

নতুন চালু হওয়া ক্যাটাগরি ফিচারের আওতায় কেনাকাটার সুবিধা নিতে বিশ্বব্যাপী আরো বেশিসংখ্যক মানুষ হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলবেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বাড়বে হোয়াটসঅ্যাপের রাজস্ব আয়।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন