ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা, সব অঙ্গরাজ্যে সতর্কতা

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন। এই শপথ অনুষ্ঠানকে ঘিরে পুরো আমেরিকায় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা করছে দেশটির প্রশাসন। সেজন্য ওয়াশিংটন ডিসির পাশাপাশি দেশটির ৫০টি অঙ্গরাজ্যে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এরই মধ্যে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ৫০টি অঙ্গরাজ্যের সবক’টিতে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মার্চের বিষয়ে সতর্ক করেছে।

এছাড়া অনলাইনে ট্রাম্পপন্থী ও কট্টর ডানপন্থী নেটওয়ার্কগুলোর করা পোস্টে ১৭ জানুয়ারি সশস্ত্র বিক্ষোভ এবং বাইডেনের শপথের দিন ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসি অভিমুখে মার্চের ডাক দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আল জাজিরা জানিয়েছে, ক্যালিফোর্নিয়া, মিশিগান, পেনসিলভানিয়া, কেন্টাকি ও ফ্লোরিডাসহ কয়েকটি অঙ্গরাজ্য নিরাপত্তা জোরদারে শনিবার থেকে ন্যাশনাল গার্ড বাহিনী সক্রিয় করেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন