ঢাকা | বৃহস্পতিবার
২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তামাকের গ্রাস থেকে বাচঁতে প্রয়োজন তামাক করনীতি

২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌছাঁতে তামাক মুক্ত করণের প্রস্তুতি জরুরি। ২০১৮ সালে দেশে তামাকজনিত কারণে মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার মানুষের। ধারণা করা যাচ্ছে চলতি বছরে এই সংখ্যা ১ লাখ ৬০ হাজারে দাঁড়াবে।

এ মৃত্যুর হার কমিয়ে আনতে সরকার তামাকের ওপর উচ্চ কর আরোপ করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং অর্থনৈতিক গবেষণা ব্যুরোর ফোকাল পারসন ড. রুমানা হক।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর আয়োজনে ‘ইকোনোমিক্স অব টোব্যাকো অ্যান্ড টোব্যাকো ট্যাক্সেশন: পাবলিক হেলথ পাসপেকটিভ’ শিরোনামে তামাক কর বিষয়ক বিশেষ এক কর্মশালায় তিনি এই আশা ব্যক্ত করেন।

কর্মশালায় ড. রুমানা হক বলেন, তামাকের কর বৃদ্ধি করাসহ জর্দা, গুলের উপরও কর বাড়াতে হবে। তা নাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে পারবো না। এজন্য আমরা সিগারেটে চার স্তরের কর আরোপ পদ্ধতি থেকে সরে এসে দুই স্তরে করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, দেশে প্রতি বছর তামাকজনিত রোগের চিকিৎসায় ৩০ হাজার কোটি টাকা ব্যয় হলেও রাজস্ব আসে মাত্র ২০ হাজার কোটি টাকা। ফলে অর্থের পাশাপাশি দেশের মানবসম্পদের অপরিসীম ক্ষতি হচ্ছে।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন