এবার জাপানে শনাক্ত হলো করোনাভাইরাসের আরেকটি নতুন স্ট্রেইন। এটি যুক্তরাজ্যের স্ট্রেইন থেকে আলাদা। রবিবার এ তথ্য নিশ্চিত করেছে টোকিও-র ভাইরোলজি ইনস্টিটিউট।
নতুন এই স্ট্রেইনটি ব্রাজিলের চার যাত্রীর শরীর থেকে পাওয়া গেছে। তারা ব্রাজিল থেকে টোকিও বিমানবন্দরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন। তবে নতুন এই স্ট্রেইনটির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
চারজনের করোনাভাইরাসের নমুনাই ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশন ডিজিজ-এ পাঠানো হয়েছিলো। সংস্থাটির প্রধান টাকাজি ওয়াকিতা সংবাদমাধ্যমকে জানান, করোনার নতুন স্ট্রেইন পাওয়া গেছে ওই যাত্রীদের শরীর থেকে। এটি যুক্তরাজ্যের স্ট্রেইনের থেকে আলাদা। তবে এটিও দ্রুত ছড়িয়ে পড়তে পারে কি না, সে বিষয়ে এখনই জানাতে পারেননি তিনি। পরীক্ষা নিরীক্ষা চলছে।
নতুন এই স্ট্রেইনের সন্ধান পাওয়ার পর সতর্ক হয়েছে জাপানের প্রশাসন। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে টোকিওসহ বিভিন্ন শহরে। জানানো হয়েছে, প্রয়োজনে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে।
আনন্দবাজার/টি এস পি