ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উইচ্যাটসহ বেশ কিছু চীনা অ্যাপে ট্রাম্পের নিষেধাজ্ঞা

ক্ষমতা ছাড়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে আরও একটি সিদ্ধান্ত কার্যকর করে গেছেন। গতকাল মঙ্গলবার উইচ্যাট পে, আলিপেসহ বেশ কিছু চীনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।

নিষেধাজ্ঞার কারণ হিসেবে দাবি করা হয়েছে, এসব অ্যাপ বিভিন্ন চীনা কোম্পানির প্রস্তুতকৃত। তারা এই অ্যাপগুলো ব্যবহারের মাধ্যমে বেইজিং সরকারকে মার্কিন নাগরিকদের তথ্য সরবরাহ করে আসছে। সেসব কার্যক্রম বন্ধ করার উদ্যেশ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, আগামী ৪৫ কার্যকদিবসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর আগে চীনা অ্যাপ টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিলো ট্রাম্প প্রশাসন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন