ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ১৮ লাখ ৬০ হাজার

নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ১৮ লাখ ৬০ হাজার মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৮ কোটি ৬১ লাখ ২ হাজার ৭৭ জন। এবং মৃতের সংখ্যা ১৮ লাখ ৬০ হাজার ৪২৭ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৪৯৮ জন মানুষ।

করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৫১জন। এবং মারা গেছেন ৩ লাখ ৬২ হাজার ১২৩ জন মানুষ।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৫৬৯। এবং মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৮৬ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫৪ হাজার ৫৬০। এবং মারা গেছেন ১ লাখ ৯৬ হাজার ৫৯১ জন।

এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম ইতালি, নবম স্পেন এবং দশম স্থানে জার্মানি। তালিকায় বাংলাদেশ ২৭তম অবস্থানে রয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন