ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাসচাপায় একই পরিবারের নিহত ৭

সম্প্রতি ময়মনসিংহের তারাকান্দায় বাসের চাপায় অটোরিকশায় থাকা সাত আরোহীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে উপজেলার গাছতলা বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান।

তিনি জানান, নেত্রকোণা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের বাসটি নেত্রকোণাগামী অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

এদিকে, নিহতদের সবাই ওই অটোরিকশার আরোহী ছিলেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পরেনি পুলিশ।

এলাকার স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, দ্রুতগতির বাসটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চাপা দেয়। পরে স্থানীয়রা বাসটি আটক করে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন