ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকা নিয়েও করোনা আক্রান্ত ২৪০ জন

ইসরায়েলে ফাইজার-বায়োনটেকের করোনা ভ্যাকসিন নেয়ার পরও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই শতাধিক মানুষ। রুশ গণমাধ্যম আরটি বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

চ্যানেলে-১৩ এর তথ্য অনুযায়ী, টিকা নেয়া সত্বেও ইসরায়েলে এখন পর্যন্ত ২৪০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার কদিনের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না। নিয়ম অনুযায়ী নিতে হবে দুই ডোজ টিকা।

জানা গেছে, ইনজেকশন নেওয়ার পর প্রায় এক হাজার লোকের মধ্যে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যে দুর্বলতা, মাথা ঘোরা এবং জ্বর আসা। এছাড়া ইনজেকশন দেয়ার স্থানে ব্যথা, ফোলাভাব এবং লাল হয়ে যায়।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদের মধ্যে কয়েক জনকে কিছুদিন চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

এক সমীক্ষায় জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই ভ্যাকসিনে করোনার সংক্রমণ রোধে প্রথম ইনজেকশনের আট থেকে দশ দিন পর ইমিউনিটি বাড়তে থাকে। প্রথম ডোজে ৫০ শতাংশ পর্যন্ত সংক্রমণের ঝুঁকি কমে যায়। এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ২১ দিনের মাথায় নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর সাত দিন পর ৯৫ শতাংশ কোভিড রোধে কার্যকর বলেও দাবি বিশেষজ্ঞদের। যদিও ফাইজার-বায়োএনটেকের টিকার সম্পূর্ণ ডোজ নেয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫ শতাংশ থেকে যায়।

এ ব্যাপারে ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি পরিসংখ্যানে বলা হয়েছে, করোনা টিকা নেয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ নেয়ার পর করোনার নিয়ম কানুন মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন