ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

অবশেষে বাংলাদেশে পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। উৎপাদন সংকট দেখিয়ে চার মাস রফতানি বন্ধ রাখার পর সোমবার রফতানির অনুমতি পেয়েছে হিলি বন্দর। হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের কৃষি মন্ত্রণালয় এই নিদের্শনা জারির পর ভারতীয় রফতানিকারকদের মাধ্যমে এ ঘোষণা বাংলাদেশের আমদানিকারকদের হাতে এসে পৌঁছায়।

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন বলেন, ভারত সরকার গেল ১৪ সেপ্টেম্বর উৎপাদন সংকট দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। তবে সে নিষেধাজ্ঞা ভারতের বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়ে একটি ঘোষণা আমাদের কাছে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য কার্যক্রম শুরু হয়েছে। আশা করা যাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে ভারতীয় পেঁয়াজ আসবে। আমদানি শুরু হলে দেশের বাজার স্বাভাবিক হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন