ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর আত্রাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ

নওগাঁর আত্রাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ

নওগাঁর আত্রাই উপজেলায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ করা হয়েছে। বন্যার পানি একটু ধীরে নেমে যাওয়ায় সরিষার আবাদ একটু দেরিতে শুরু করেছেন উপজেলার কৃষকরা। তবে এ বছর আবহাওয়া ভালো থাকায় সরিষার ভালো ফলনের আশা করছেন চাষীরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় ১৩৬৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছিল ১৩৩৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল ১৪৭৫ হেক্টর জমিতে। উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে এবার সরিষার আবাদ হয়েছে। প্রত্যন্ত এলাকার মাঠজুড়ে যেদিকেই দৃষ্টি যায় শুধুই চোখে পড়বে সরিষার হলুদ ফুলের সমারোহ। দিগন্তজুড়ে হলুদ ফুলের সমারোহ দেখলেই প্রকৃতি প্রেমী যে করোরই মন ভরে যাবে।

উপজেলার সাহাগোলা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের কৃষক আক্কাছ আলী জানান, সরিষা চাষে উৎপাদন খরচ কম, সহজলভ্য ও বাজারে এর দাম ভালো থাকায় সবাই ইরি-বোরো চাষের পূর্বে জমিতে সরিষার চাষ করে থাকেন। এতে করে কৃষকের ইরি-বেরো ধান চাষের খরচের যোগান তাদের উৎপাদিত সরিষা বিক্রি করে মেটে যায়। তাই আমরা প্রতি বছরেরর ন্যায় চলতি মৌসুমে সরিষার চাষাবাদে ঝুঁকেছি।

উপজেলার কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামের কৃষক ফজলুল হক বলেন, আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরিষা চাষের জন্য আমাদেরকে নিয়ে উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে সরিষা চাষে আগ্রহী করে যাচ্ছে। ফলে বিগত বছরের ন্যায় এ বছর আমরা সরিষা চাষাবাদে ব্যাপক আগ্রহী হয়েছি। তিনি আরো বলেন, বিশেষ করে আত্রাই ও ছোট যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলে সরিষা চাষের পরিমাণ অনেক বেড়েছে।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কে, এম, কাউসার বলেন, সরিষা চাষে উপজেলার কৃষকদের আগ্রহ অনেক বেড়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকলে থাকলে সরিষার বাম্পার ফলন হবে বলে আমি আশা করছি। এছাড়া মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

আনন্দবাজার/শাহী/অনিক

সংবাদটি শেয়ার করুন