ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মিশরে করোনা হাসপাতালে আগুন, নিহত ৭

মিশরের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত সাত জন। এবং দগ্ধ হয়েছেন আরও অনেকে।

দেশটির স্থানীয় সূত্র ও মিডিয়া জানায়, শনিবার রাজধানী কায়রোয় এল ওবুর শহরের মিসর আল আমাল প্রাইভেট হাসপাতালে সকাল ৯ টা নাগাদ অগ্নিকাণ্ডের ওই ঘটনাটি ঘটে।

সূত্র আরও জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে। ইতোমধ্যে রোগীদের উদ্ধার করে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে মিশরে ক্রমশই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার দেশটিতে নতুন করে এক হাজার ১৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন