ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আগের চেয়ে ভালো আছেন রজনীকান্ত

বর্তমানে কিছুটা ভালো আছেন তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানা গেছে। উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকলেও শারীরিক পরীক্ষায় উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। শনিবার সকালে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়েছে।

উচ্চ রক্তচাপ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও আগের তুলনায় ভালো আছেন রজনীকান্ত। শনিবার সকাল থেকেই তাকে রাখা হয়েছে চিকিৎসকদের কড়া নজরদারিতে। সেই সঙ্গে তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। কোনও বাইরের মানুষকে এই মুহূর্তে রজনীকান্তের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

চিকিৎসার মাঝে থাকায় রজনীকান্ত শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন চিকিৎসকরা। পাশাপাশি শনিবার বিকেলে কিছু পরীক্ষার রিপোর্ট আসবে। রিপোর্টগুলি হাতে আসলে জানা যাবে যে কবে হাসপাতাল থেকে মুক্তি মিলবে তাঁর।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন