আরও একটি নক্ষত্রের বিদায়। আরও একবার হাহাকার পুরো নাট্যঙ্গন জুড়ে। আবারো শোকের মাতম পুরো বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের অন্যতম নাট্যকার ও নির্দেশক মান্নান হীরা আর নেই। নাট্যকার মান্নান হীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে উৎস নাট্যদল।
বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইসলামী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
মান্নান হীরার মৃত্যুতে পুরো উৎস নাট্যদল জুড়ে হাহাকার। উৎস নাট্যদলের সৃষ্টিলগ্ন থেকেই তাঁর অনেক অবদান পুরো দল জুড়ে। তাঁর রচয়িত ২টি মঞ্চ নাটক – স্বর্ণজননী ও আগুন চাবুক এবং ১টি পথনাটক – ইঁদারা চলমান রয়েছে দলটিতে।
এদিকে, ২০১৮ সালের ৮ ও ৯ অক্টোবরে শুধু মান্নান হীরাকে ঘিরে উৎস নাট্যদল দুইদিনের রেট্রোস্পেক্টিভ পথনাটকের আয়োজন করে। যেখানে ২ দিনে মান্নান হীরার রচনায় মোট ৬ টি পথনাটক প্রদর্শিত হয়। একইবছরে উৎস নাট্যদলের সাথে ফেনীতে সফরসঙ্গী ছিলেন তিনি।
এছাড়াও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে উৎস নাট্যদলের প্রথম ভারতে নাটক মঞ্চায়ন করার সৌভাগ্য হয়। সেখানেও মান্নান হীরা উৎসের সফরসঙ্গী ছিলেন।
আনন্দবাজার/শাহী