বারাক ওবামা। সাধারণ মানুষের মতোই ঘরে বসে দেখেন সিনেমা, শুনেন গান। এমনকি টিভির ধারাবাহিক নাটকও দেখেন তিনি। আর সেটা জানান অকপটে। সেই ধারাবাহিকতায় প্রতিবছর তার প্রিয় চলচ্চিত্র, সংগীত ও বইয়ের নাম প্রকাশ করে থাকেন তিনি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার টুইটারে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত প্রিয় সিনেমা এবং টিভি শোয়ের নাম জানালেন তিনি।
ওবামা লিখেছেন, অন্য সবার মতোই এ বছরটা তারও ঘরের ভেতরেই বেশি সময় কেটেছে। স্ট্রিমিং সার্ভিসগুলো থিয়েটারের অভাব ভুলিয়ে রেখেছে।
২০২০ সালে ওবামার দেখা প্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ব্ল্যাক বটম, বিনপোল, সোল, মংক, টাইম নো ম্যাডল্যান্ড, ব্যাকুরাও, লাভার্স রক, কালেকটিভ, মার্টিন ইডেন, লেট হিম গো, বয়েজ স্টেট, সেলাহ অ্যান্ড দ্যা স্পেডস এবং ক্রিম্প ক্রাম্প। মূলত সিনেমা ফরম্যাটকে প্রাধান্য না দিয়ে গল্পকেই প্রাধান্য দিয়েছেন তিনি।
শুধু কি চলচ্চিত্র? ওবামা জানিয়েছেন তার প্রিয় টিভি ধারাবাহিকের নামও। দি কুইনস গ্যামবিট, দ্য লাস্ট ড্যান্স, দ্য বয়েজ, মেসার্স আমেরিকা, আই মে ডেস্ট্রয় ইউ, বেটার কল সাউল, দ্য গুড লর্ড বার্ড, সিটি সো রিয়াল, দ্য গুড প্লেস, দেবস ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনলুলুতে জন্মগ্রহণ করেন। তার বাবা কেনিয়ার লুও জাতির বারাক হুসেইন ওবামা এবং তার মা অ্যান ডানহ্যাম ছিলেন মার্কিন শ্বেতাঙ্গী। ওবামার বাবা হাওয়া-মানোয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তার মা অ্যান ডানহ্যামের সঙ্গে পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের বিয়ে হয়। যখন ওবামার বয়স ২ বছর, তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়।
ওবামার মা পরে ইন্দোনেশীয় লোলো সুতোরোকে বিয়ে করেন। ওবামার শৈশবের অনেকটা সময় কেটেছে ইন্দোনেশিয়াতে। ১০ বছর বয়সে তিনি তার হাওয়াইয়ে মাতামহ-মাতামহীর কাছে চলে আসেন। পরবর্তীতে ওবামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন।
আনন্দবাজার/শহক