ঢাকা | বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটেনে ৪০টি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ব্রিটেনে ৪০টি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পরায় ৪০টিরও বেশি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভায় এর সদস্য দেশগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, করোনার নতুন এ ‘স্ট্রেইন’ খুব দ্রুত মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে। ফলে বর্তমানে সাধারণ মানুশদের মধ্যে ব্যাপক আতংক বিরাজ করছে। তবে, এটি আরও মারাত্মক কিনা সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

এদিকে, যুক্তরাজ্যে ভ্রমণে নিসেধাজ্ঞা আরোপ করা দেশের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জেন্সি চিফ মাইক রায়ান জানান, মহামারির মধ্যে করোনার পরিবর্তন সাধারণ বিষয়। সেই সাথে এটি একেবারেই ‘নিয়ন্ত্রণের বাইরে নয়’।

অপরদিকে, দক্ষিণ আফ্রিকায়ও করোনার অতি সংক্রামক একটি রূপটি পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন করনা ভাইরাসটির মতো নয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন