ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন

সূচকের মিশ্র প্রবণতায় চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন।

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (২০ ডিসেম্বর) লেনদেন শুরুর পর সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স গত দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে পাঁচ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১১৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৮০০ পয়েন্টে রয়েছে।

এ সময়ের মধ্যে ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ১১০টির দাম বেড়েছে, ১২৬টির কমেছে এবং ১০২টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরুর পর ১১টায় সিএসপিআই সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতিতে ঊর্ধ্বমুখীতা দেখা যায়।

সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ৪০টি কম্পানির দাম বেড়েছে, ৩৯টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কম্পানির শেয়ারের দর।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন