ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জানুয়ারিতে টিকা দেয়া শুরু করবে ভারত!

আগামী জানুয়ারি মাসে করোনাভাইরাসের টিকা দেয়া শুরুর পরিকল্পনা নিয়েছে ভারত। আজ শুক্রবার এই তথ্য জানানো হয়েছে বিবিসি অনলাইনের প্রতিবেদনে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে জানুয়ারিতে করোনার টিকা দেওয়া শুরু করার বিষয়ে আশা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে তারা আরও জানান, জরুরি ব্যবহারের জন্য করোনার কিছু টিকা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পেতে পারে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতে করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে তিনটি কোম্পানি দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছে। এই তিনটি কোম্পানি হলো, ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট ও ফাইজার।

ওই আবেদনগুলো যাচাই করার কথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এছাড়া দেশটিতে কয়েকটি টিকা পরীক্ষার পর্যায়ে রয়েছে।

দেশটির কর্মকর্তারা জানান, টিকা কার্যক্রমের লক্ষ্য হবে, আগামী বছরের আগস্টের শুরুর দিক নাগাদ অন্তত ৩০০ মিলিয়ন মানুষকে টিকা দেয়া।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন