গুগলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গুগল অনলাইন বিজ্ঞাপন বাজার অবৈধভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ করছে এমন অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দেশটির ১০টি অঙ্গরাজ্য।
অঙ্গরাজ্যগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, অনলাইন বিজ্ঞাপনের নিলাম নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এমন অভিযোগে তারা ফেসবুকের বিরুদ্ধেও মামলা দায়ের করতে যাচ্ছে।
ইতোমধ্যেই আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপের মুখে আছে ফেসবুক। তবে এ সম্পর্কে প্রতিষ্ঠানটির কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ ব্যাপারে গুগল জানিয়েছে, তারা আদালতে নিজেদের রক্ষায় ‘শক্তভাবে’ কাজ করবে। এ প্রসঙ্গে গুগলের এক মুখপাত্র বলেন, আমরা সর্বাধুনিক বিজ্ঞাপন প্রযুক্তি সেবায় বিনিয়োগ করেছি যা ব্যবসায়ীদের ও ভোক্তাদের সহায়তা করে। গত কয়েক দশকে ডিজিটাল বিজ্ঞাপনের দাম কমেছে। বিজ্ঞাপন প্রযুক্তির খরচও কমতির পথে। এই শিল্পে গড় খরচের চেয়ে গুগলের বিজ্ঞাপন প্রযুক্তির খরচ কম। এগুলোই একটি উচ্চ প্রতিযোগিতাময় শিল্পের বৈশিষ্ট্য।
মামলাকারী ১০টি অঙ্গরাজ্য হলো- টেক্সাস, আরকানসাস, ইন্ডিয়ানা, কেনটাকি, মিসৌরি, মিসিসিপি, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ইউটাহ ও আইডাহো। মামলার নেতৃত্ব দিচ্ছে টেক্সাস। এই সবগুলো অঙ্গরাজ্যেই প্রসিকিউটররা রিপাবলিকান দলের।
মামলায় বলা হয়, গুগলের অনলাইন বিজ্ঞাপন বাজারের নিয়ন্ত্রণই এই আইনি পদক্ষেপের উদ্দেশ্য। ২০০৮ সালে ডাবলক্লিক সফটওয়্যার কেনার মাধ্যমে গুগল এই নিয়ন্ত্রণ পাকাপোক্ত করে। প্রচারকরা তাদের অনলাইন বিজ্ঞাপন বিক্রির জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন।
আনন্দবাজার/ডব্লিউ এস