বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের উৎস চীনের হুবেই প্রদেশের উহান কিনা তা নিয়ে তদন্তে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএচও)। সংস্থাটি জানায়, আগামী মাসে আন্তর্জাতিক বিজ্ঞানীদের ১০ সদস্যের একটি দল উহান পরিদর্শনে যাবে।
বিবিসি বলছে, করোনার উৎস নিয়ে এমন তদন্তের প্রশ্নে অনেক দিন ধরেই ইতিবাচক কোনো ইঙ্গিত দেয়নি চীন। তাদের রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।
এর আগে গত বছরের ডিসেম্বরে করোনার প্রথম অস্তিত্ব শনাক্ত হয়। এখনও পর্যন্ত জানা গেছে, চীনের উহানের একটি পশুপাখির বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে। তবে চীনের অভিযোগ, এই ভাইরাস ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
উহান ভ্রমণে স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী দলে থাকা জীববিজ্ঞানী ফ্যাবিয়ান লিনড্রেজ বলেন, এই ভাইরাসের জন্য কে দায়ী তা নির্ধারণ করতে নয় বরং ভবিষ্যতে এমন মহামারী নিয়ন্ত্রণের ব্যাপারে তদন্তে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তিনি আরও বলেন, সত্যিই এটি অপরাধী কোনো দেশকে খোঁজার জন্য নয়। কী ঘটেছিল তা বোঝার চেষ্টার জন্যই এই তদন্ত। তদন্ত করা হচ্ছে, যাতে আমরা এই তথ্যের ভিত্তিতে ভবিষ্যতের ঝুঁকি কমাতে পারি।
আনন্দবাজার/টি এস পি