ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে বিজয় দিবস ঘিরে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

গাজীপুরে বিজয় দিবস ঘিরে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

বাঙ্গালী জাতির গৌরবান্বিত মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে ঘিরে গাজীপুরের ফুল ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ির কাছে রাজবাড়ির ঢাল নামক স্থানে গড়ে উঠেছে ফুলের দোকান।

জাতীয় বিভিন্ন দিবস, সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে যে কোন প্রয়োজনে ফুল কিনতে ভীড় জমে এই ফুলের দোকান গুলোতে। শুধুমাত্র গাজীপুর শহর নয়, জেলার বিভিন্ন উপজেলা থেকেও এখানে আসে ফুল কিনতে।

এদিকে দেশব্যাপী করোনা ভাইরাসের মহামারিতে এই ফুলের দোকানগুলো অনেকটা নিষ্প্রাণ হয়ে ওঠে। তবে এবারের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে অনেকটা জমজমাট হয়ে উঠেছে। তাতে কিছুটা হলেও হাসি ফুটেছে ফুল ব্যবসায়ীদের মুখে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সরেজমিনে জেলা শহরের রাজবাড়ির ঢালে গিয়ে দেখা যায়, ফুলের দোকান গুলোতে প্রচুর ভীড় লেগে আছে। দোকানের কর্মচারীরা ছাড়াও দোকানের মালিকরাও তোড়া সাজাতে ভীষণ ব্যস্ত। আগাম অর্ডার নিচ্ছেন দোকান মালিকরা। লোকজন যেভাবে চান, ঠিক সে ভাবেই বানিয়ে দেয়া হচ্ছে। কেউ রেডিম্যাট ফুলের তোড়া কিনছেন,আবার কেউবা অর্ডার দিয়ে বানিয়ে নিচ্ছেন। এদিকে গাঁদা, গোলাপ, রজনীগন্ধাসহ হরেক রকমের ফুল দিয়ে বানানো হচ্ছে সৌন্দর্যমন্ডিত ফুলের তোড়া।

গাজীপুর ফুল মার্কেটের ফুল ব্যবসায়ী গাজীপুর গার্ডেনের মালিক পারভেজ বলেন, এখানে প্রায় ৭টি দোকান আছে এক সারিতে। ফুলের তোড়া বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, তোড়ার ডিজাইন ভেদে হয় মূল্য। একেক রকমের ডিজাইনের তোড়ার দাম হয় একেক রকমের। তবে এক হাজার থেকে শুরু করে আটশ, সাতশ এমনকি পাঁচশ টাকায়ও ফুলের তোড়া বিক্রি হচ্ছে। কেউ কেউ আগেই অর্ডার দিয়ে রেখেছে, আবার কেউ কেউ সকালে এসে, আবার কেউবা বিকেলে এসে অর্ডার করছে। তার সাথে সাথেই চলছে তোড়া তৈরী ও বিক্রি।

অর্কিড ফ্লাওয়ার হাউসের ফুল দোকানদার মোঃ রুবেল চৌধুরী দৈনিক আনন্দবাজারকে জানান, এবছর মহামারি করোনার কারণে আগের বছরের তুলনায় এবার ফুল বিক্রি একেবারেই কম। কারণ করোনার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ। আর অন্যদিকে সরকারী অফিসের বিভিন্ন প্রোগ্রাম গুলো হচ্ছে ভার্চুয়ালী, তাই ফুল বেচাকেনা তেমন একটা নেই।

রুবেল চৌধুরী আরো বলেন, ৩০ হাজার টাকার ফুল ঢাকার শাহবাগ থেকে কিনে এনেছি। তোড়া বানিয়ে বিক্রি করার জন্য। তবে আমি আশাবাদী সকল খরচ বাদ দিয়ে কিছুটা হলেও লাভ থাকবে। এদিকে বিজয় দিবস উপলক্ষে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ৫০ হাজার টাকা।

ফুলের তোড়া কিনতে আসা এক ক্রেতার সঙ্গে কথা হলে তিনি জানান, তার সংগঠন এবং অন্যদের জন্য ৩টি ফুলের তোড়া কিনেছেন। তবে আগের বছরের তুলনায় এবার দাম একটু বেশি।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন