ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের বংকুরা গ্রামের খরিপ-২ মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায় উন্নতমানের ধান, গম, পাট উৎপাদন সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় উফশী আমন ধান ব্রি-৭৬ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বংকুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মাঠ দিবসে এলাকার ৫০ জন কৃষক কৃষানী অংশগ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় অধিক ফলনশীল জাত নির্বাচন করে সেই সকল ধানের বীজ কৃষক পরিবারের মধ্যে বিনামূলে বিতরণ করে এই জাতের আবাদ সম্প্রসারণ বৃদ্ধির জন্য এই মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। যাতে করে কৃষক তার সময়মত নিজের ঘরে সংরক্ষন করা বীজ দিয়ে চাষাবাদ করতে পারে এবং এই গ্রামকে সিড ভিলেইজ হিসেবে গড়ে তোলার জন্যই একটি বড় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই এলাকার কৃষক শামীম আহম্মেদ ৫ একর জমিতে ব্রি-৭৬ ধানের আবাদ করেছে এবং এই ধান থেকে ভিত্তি বীজ হিসেবে কৃষকদের মধ্যে বিতরণের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ এই কৃষকের কাছ থেকে ১২০০ টাকা মন দরে (৪০ কেজি) ধান কিনে কৃষকদেরকে বীজ হিসেবে বিতরণ করেছে।
ইউনিয়ন চেয়ারম্যান কৃষিবান্ধব নুরুল আমিন সুরুজ এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো: ফজলুল হক প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের এই প্রকল্পের মনিটরিং অফিসার তাইজুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ পরিচালক খাইরুল ইসলাম মল্লিক, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলদার হোসেন নবীন।
অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদার ও কৃষক শামীম আহম্মেদ। পরে কৃষক শামীম আহম্মেদ চাষ করা ব্রি-৭৬ ধানের ৪ কেজি করে বীজ ৫০ জন কৃষককে বিনামূল্যে বিতরণ করা হয়।
আনন্দবাজার/শাহী/বাধন