ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার প্রবীণ নিবাসে আগুন, মৃত ১১

রাশিয়ার প্রবীণ নিবাসে আগুন, মৃত ১১

রাশিয়ার একটি নার্সিং হোমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ১১ জন। আজ মঙ্গলবার মধ্য রাশিয়ার কাঠের তৈরি ওই প্রবীণ নিবাসে আগুনের সূত্রপাত ঘটে।

এক বিবৃতিতে রুশ তদন্ত কমিটি জানিয়েছে, বাশকোর্তোস্তান অঞ্চলের ওই বাড়িটিতে অবহেলার কারণে অগ্নিকাণ্ড হতে পারে। পুরো বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সূত্র ধরে অপরাধমূলক তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার সময় ওই ছোট্ট কাঠের বাড়িতে ১৫ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে ৪ জনকে দ্রুত উদ্ধার করা গেছে। তবে বাকি ১১ জনকে অক্ষত অবস্থায় বের করা যায়নি।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইশবুলদিনো গ্রামের নার্সিংহোমটি একতলা কাঠের বিল্ডিং ছিল। দমকল কর্মীরা সর্বশক্তি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন।

পুড়ে যাওয়া বাড়িটি এনজিও চালিত বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন