দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটি মোট ৬৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেনকরেছে।
ডিএসই সূত্রে জানা যায়, সোমবার বেক্সিমকো লিমিটেড মোট ২ কোটি ১ লাখ ৭৮ হাজার শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে আছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। এদিন কোম্পানিটি ৪১ লাখ ৬ হাজার ৫৯৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৪ কোটি ৩০ লাখ টাকা।
এদিকে ডমিনেজ স্টিল ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৫০ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো : আইএফআইসি ব্যাংক, এসএস স্টিল, ম্যারিকো, রূপালী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড।
আনন্দবাজার/এম.কে