আমি তোমার সুখে করেছি তোমায় ত্যাজ্য
আমি আমাকে পুড়িয়ে করে নেব সব সহ্য ।
আমি ভুলে যাচ্ছি সব স্মৃতি যা পুরনো
আমি চাচ্ছিনা তুমিটাতে আমিটা থাক জড়ানো
আমি ছিলাম নবজন্মে ঝরে যাওয়া এক ফুল
আমাকে তুলেই হয়তো করেছ তুমি ভুল।
আমি একা, আঁধারে নিশাচর পাখিদের সাথে চলি
তোমার বাস হোক আমার অজ্ঞাত সেই শহরতলী।
আমি সঙ্গী করে নেব একাকী সেই পাখি
তাঁরাও কষ্ট পেয়ে বলে আমায়
আমরাও তোমার মত থাকি ।
আমার বুকে কবর, কষ্টের বাস মেলা
তুমি সুখ খুঁজে, চোখ বুঝে ভুলে যাও সব, অরুনীলা!
ইমতিয়াজ হাসান রিফাত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
উৎসর্গ: অরুনীলা