সাধারণত ‘হাইপার পিগমেন্টেইশন’ বা হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি কারণে অনেকের মুখের চারপাশে কালচে ভাব দেখা দেয়। প্রাকৃতিক উপাদানের সাহায্যেই এইসব দাগ দূর করা যায়। তো চলুন জেনে নেই মুখের চারপাশের কালচে দাগ দূর করার উপায়।
বেসন
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেসন খুব ভালো কাজ করে। আধা চা-চামচ হলুদ, দুই চা-চামচ বেসন ও কয়েক ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
আলু
আলুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং যা কালো দাগ দূর করে। আলু কুচি করে এর রস আলাদা করে নিয়ে মুখের চারপাশে আলুর রস মেখে ২০ মিনিট অপেক্ষা করুন।
গ্লিসারিন ও গোলাপ জল
গোলাপ জল ও গ্লিসারিন একসঙ্গে ব্যাবহার করলে কালচে ভাব দূর হওয়ার পাশাপাশি ঠোঁটের চারপাশের শুষ্কতা কমায়। সমপরিমাণে দুইটি উপাদান মিশিয়ে আক্রান্ত স্থানে মেখে সারা রাত রেখে দিন। পরদিন সকালে তা ধুয়ে ফেলুন।
ওটমিল
ওটমিলে রয়েছে আন্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান, যা পিগমেন্টেইশন কমাতে সহায়াত করে। এক চা-চামচ ওটমিল গুঁড়া করে সামান্য পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করে পেস্টটি মুখে মেখে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন।
আনন্দবাজার/টি এস পি