ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে নিয়ে নাটক মঞ্চায়িত করবে নেপাল

বঙ্গবন্ধুকে-নিয়ে-নাটক-মঞ্চায়িত-করবে-নেপাল.

বঙ্গবন্ধুকে নিয়ে নাটক মঞ্চায়িত করবে নেপাল। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ‘আমি শেখ মুজিব’ শিরোনামে নাটকটি মঞ্চায়িত হবে ।

জানা গেছে, আগামীকাল ১৫ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমুন্ডুতে স্থানীয় সময় বিকাল পৌনে ৪টায় দেশটির খ্যাতনামা নাট্যশালা ওয়ান ওয়ার্ল্ড থিয়েটারের প্রযোজনায় এটি মঞ্চায়িত হবে। সুইডেনে বসবাসরত বাংলাদেশি নাট্যকার আনিসুর রহমানের লেখা এপিক মনোলগ হিসেবে এটি মঞ্চস্থ হবে।

নাট্যশালা ওয়ান ওয়ার্ল্ড থিয়েটার তথ্যটি নিশ্চিত করেছে। তারা জানায়, এটি একই সাথে ফেসবুক এবং জুমে সরাসরি সম্প্রচারিত হবে।

এই বিষয়ে লেখক আনিসুর রহমান বলেন, মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অব্যাহত রেখে ভারতবর্ষের বিশ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে বলে তিনি জানান। সেই সাথে মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে স্বগতসংলাপটি শেষ হয়েছে।

আরও জানা গেছে, নেপালের নাট্যশিল্পী ও নির্দেশক রাজকুমার পুদাসাইনি নাটকটির নির্দেশনা এবং অভিনয় করেছেন। মঞ্চনাটকটি নেপালি এবং ইংরেজি ভাষায় হলেও এতে কিছু সংলাপ বাংলায় থাকবে। বাংলা কণ্ঠ সংযোজনে সহায়তা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষক মহিবুর রৌফ শৈবাল, শিক্ষার্থী নওরীন নিপু ও হৃদি বসাক।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন