ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা : মারা গেলেন আফ্রিকার দেশের প্রধানমন্ত্রী

করোনা : মারা গেলেন আফ্রিকার দেশের প্রধানমন্ত্রী

মহামারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনি। স্থানীয় সময় সোমবার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানায় বিবিসি।

সরকারি বিবৃতিতে বলা হয়, রবিবার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫২ বছর বয়সী অ্যামব্রোস। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন সাবেক এই ব্যাংকার।

এর আগে গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যামব্রোস ঘোষণা দিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর আফ্রিকার আরেক দেশ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

ইসোয়াতিনির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটিতে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক ৬ হাজার ৭৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মৃত্যু হয়েছে ১২৭ জনের।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন