ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার থেকে ফের জার্মানিতে লকডাউন

জার্মানিতে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী বুধবার (১৬ ডিসেম্বর) থেকে ফের জাতীয় লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

এবারের এই লকডাউনের আওতায় অপ্রয়োজনীয় দোকান এবং স্কুল আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। দেশটির ১৬টি অঙ্গরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক শেষে জার্মান চ্যান্সেলর এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, দেশে প্রতিদিনই মৃত্যুর হার রেকর্ড সংখ্যকভাবে বাড়ছে। এমন অবস্থায় পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে।

বিবিসি জানায়, জার্মানিতে সম্প্রতি ২০ হাজার দুইশত নতুন করে সংক্রমিত হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৩ লাখ মানুষ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে। আর মৃত্যুর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

ইতোমধ্যেই দেশটির কিছু কিছু এলাকায় নিজস্বভাবে অঞ্চলিক লকডাউন আরোপ করা হয়েছে। তবে জাতীয় লকডাউনের আওতায় ব্যাংক, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে যে দোকানগুলো খাদ্যদ্রব্য বিক্রি করে সেগুলো খোলা রাখবে জার্মান সরকার।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন