ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন ছবি নিয়ে আসছে বাপ্পী

নতুন-ছবি-নিয়ে-আসছে-বাপ্পী

নতুন ছবিতে জুটি হয়ে আসছেন বাপ্পী চৌধুরী ও অধরা খান। তাদের নতুন ছবির নাম ‘বিনিময়’। ছবিটি পরিচালনা করবেন অপূর্ব রানা। ইতোমধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

নতুন ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে নায়ক বাপ্পী চৌধুরী জানান, অনেক আগেই আমরা ২ জন চুক্তিবদ্ধ হয়েছি। এর আগে আমরা একসাথে ‘নায়ক’ সিনেমাটিতে অভিনয় করেছিলাম। নতুন সিনেমাটির গল্প পড়ে খুব ভালো লেগেছে। ঠিকঠাক কাজ করতে পারলে ভালো একটি ছবি হবে বলে আশা করি।

চিত্রনায়িকা অধরা খান বলেন, গত অক্টোবরে তিনি ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে তিনি বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে রাজধানীতে শুরু হবে সিনেমাটির শুটিং।  ফলে, বাপ্পী-অধরাকে আরও একবার পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন