ঢাকা | শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্তদের ৫০০ রেমডেসিভির দিলেন শাহরুখ

করোনায় আক্রান্তদের ৫০০ রেমডেসিভির দিলেন শাহরুখ

মহামারি করোনায় আক্রান্ত রোগীদের জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি তিনি এই অনুদান দিয়েছেন। জানা গেছে, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সামাজিক ট্ইটে এ খবর নিশ্চিত করেছেন। সেই সাথে তিনি এই অনুদানের জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানান।

টুইটে মন্ত্রী লিখেছেন, এই জরুরি প্রয়োজনের সময় ৫০০ রেমডেসিভির ইনজেকশন অনুদানের জন্য শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সংকটকালে আপনার সহযোগিতা আমাদের বাধিত করেছে।

এর উত্তরে টুইটে স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান শাহরুখ খান। টুইটে তিনি লিখেন, আমরা যদি সম্মিলিতভাবে এগিয়ে আসি, তবে এই সংকট জয় করতে পারব। ভবিষ্যতে আরও সহযোগিতার জন্য আমার টিম এবং আমি সর্বদা প্রস্তুত আছি। এই সেবার জন্য আপনার পুরো টিমকে ধন্যবাদ জানাই।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন