ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বেড়েছে ধানের দাম

দিনাজপুরের হাটবাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ধানের দাম। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে প্রতি বস্তায় ধানের দাম প্রকারভেদে বেড়েছে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

কৃষকরা জানান, দাম সন্তোষজনক তবে অতিবৃষ্টি, বন্যা এবং পোকার আক্রমণে আশানুরূপ ফলন পাননি। এদিকে চালের উৎপাদন খরচ বেশি হওয়ার অজুহাতে সরকারের সঙ্গে এখনো চুক্তি করেননি জেলার মিলাররা।

দিনাজপুরের সদর উপজেলার গোপালগঞ্জ হাটে সকাল থেকেই ধান নিয়ে আসেন কৃষকরা। হাটও কেনাবেচায় জমজমাট। বিনা-৭, স্বর্ণা, গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা, হাইব্রিড ২৮, ২৯ জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি বস্তা ২ হাজার ৫০ টাকা থেকে ২ হাজার ২০০ টাকা। আর চিকন ধান জিরা কাটারি, কাটারি প্রতি বস্তা ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা।

বর্তমান বাজারমূল্যে ধান কিনে সরকারি নির্ধারিত দামে চাল দিলে লোকসান হয়, যে কারণে মিলাররা চাল দিচ্ছেন না। মিলাররা জানান, চালের তুলনায় ধানের দাম বেশি। তাই সরকারি গুদামে চাল দিলে লোকসান গুনতে হবে।

উল্লেখ্য, দিনাজপুর জেলার ১৩ উপজেলা থেকে এবার মিলারদের কাছ থেকে ৭৪ হাজার ৯১ মেট্রিক টন চাল এবং ১১ হাজার ৯২৭ মেট্রিক টন ধান কিনবে সরকার।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন