বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট সাত কোটি ২১ লাখ তিন হাজার দু’শ ২৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে পাঁচ কোটি চার লাখ ৮৯ হাজার একশ ৫০ জন। এছাড়া বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ লাখ ১১ হাজার চারশ ৯২ জন।
বর্তমানে পুরো বিশ্বে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি দুই হাজার পাঁচশ ৮১ জন। বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ অর্থাৎ এখন পর্যন্ত মারা গেছে তিন শতাংশ রোগী। বর্তমানে আক্রান্তদের মধ্যে শূন্য দশমিক পাঁচ শতাংশের অবস্থা গুরুতর হলেও বাকি ৯৯.৫ শতাংশের অবস্থা স্থিতিশীল।
আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার পাশাপাশি করোনা থেকে সেরে ওঠার সংখ্যাতেও সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৯৬ লাখ ৪৪ হাজার তিনশ ২৫ জন সুস্থ হয়ে উঠেছে। সুস্থতার সংখ্যায় এরপরেই রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৯৩ লাখ ৫৬ হাজার আটশ ৭৯ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস