ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গর্ভপাতকে বৈধতা দিতে আর্জেন্টিনায় বিল পাস

গর্ভপাতকে বৈধতা দিতে প্রথমিকভাবে বিল পাস করেছে আর্জেন্টিনা। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ এ সংক্রান্ত একটি বিল পাস করেছে। নারীর অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরেই গর্ভপাতকে বৈধতা দেওয়ার দাবি জানিয়ে আসছিল।

পার্লামেন্টের এক ভোটাভুটিতে ওই বিলের পক্ষে ১৩১ জন আইনপ্রণেতা ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১১৭ জন। আইনে পরিণত হতে হলে আপরও একটি ধাপ পার করতে হবে বিলটিকে। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাস হলে তবেই এটি আইনে পরিণত হবে। এ বছরই সিনেটে এ ভোট অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এই বিলটির প্রস্তাব দেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। বিলটি আইনে পরিণত হলে গর্ভধারণের ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত ঘটানোর অধিকার পাবেন নারীরা। বর্তমানে শুধু ধর্ষণের শিকার হওয়ার ক্ষেত্রে বা মাতৃত্বজনিত কারণে স্বাস্থ্যঝুঁকি থাকলে গর্ভপাত ঘটানোর অনুমতি পান আর্জেন্টিনার নারীরা।

এ বিষয়ে প্রেসিডেন্ট ফার্নান্দেজ বলেন, আমি একজন ক্যাথলিক। কিন্তু আমাকে সবার জন্য আইন করতে হবে। এটি জনস্বাস্থ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যু।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন