ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাণীশংকৈল প্রশাসনের প্রতিবাদ সভা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাণীশংকৈল প্রশাসনের প্রতিবাদ সভা

কুষ্টিয়ায় স্বাধীনতার মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দেশব্যাপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ ডিসেম্বব শনিবার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এ দিন সকালে উপজেলা পরিষদ হলরুমের সামনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক, তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়াও সভায় উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতাকর্মি, ফায়ার সার্ভিসের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানান এবং প্রকুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আনন্দবাজার/শহক/হুক

সংবাদটি শেয়ার করুন