ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ফাইজারের টিকার অনুমোদন দিলো মেক্সিকো

এবার ফাইজারের টিকার অনুমোদন দিলো মেক্সিকো

যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা ও সৌদি আরবের পর পঞ্চম দেশ হিসেবে করোনা সংক্রমণ রোধে এবার ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে মেক্সিকো। মেক্সিকোর ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটাল স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আবেদন করেছে বলে জানিয়েছেন।

হুগো লোপেজ জানান, মেক্সিকো হচ্ছে চতুর্থ দেশ যার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন মন্জুর করেছে। কার্যত ব্রিটেন, কানাডা, সৌদি আরব ও বাহরাইন ইতোমধ্যে এ ভ্যাকসিন ব্যবহারের জরুরি অনুমোদন দেয়ায় এক্ষেত্রে মেক্সিকো হচ্ছে পঞ্চম দেশ।

এ সপ্তাহে মেক্সিকো সরকার ঘোষণা দিয়েছে, ডিসেম্বরের শেষ নাগাদ করোনা মোকাবেলায় তারা টিকাদান কর্মসূচি শুরু করবে। প্রথম ধাপে তারা ১ লাখ ২৫ হাজার মানুষকে ২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেবে।

মেক্সিকো সরকার জানিয়েছে, মেক্সিকো ফাইজারের ৩ কোটি ৪৪ লাখ ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি করেছে। প্রথম রাউন্ড টিকা দেয়ার পর তারা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে ১০ লাখ হারে এবং এপ্রিলে ১ কোটি ২০ লাখ টিকা পাওয়ার আশা করছে।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন