ঢাকা | শুক্রবার
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গেল ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার কথা জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে ঘোষনা দিয়েছেন। ট্রাম্পের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বনেতারা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) জাতিসংঘকে দেওয়া এক চিঠিতে প্যারিস জলবায়ু চুক্তি থেকে হোয়াইট হাউস নাম প্রত্যাহার করে নেয়ার কথা জানায় ট্র্যাম্প প্রশাসন। এছাড়াও ওই চিঠিতে জানানো হয় আগামী ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর করা হবে। খবর বিবিসি।

ট্র্যাম্প প্রশাসন বলেছে, একবছরের জন্য ওয়াশিংটন চুক্তির বাইরে থাকবেন। এই মেয়াদ শেষ তারিখ ২০২০ সালে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিনই।

গত মাসে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি দাবি করেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের ওপর ‘অন্যায্য অর্থনৈতিক বোঝা’ চাপিয়ে দেওয়া হয়েছে।

প্যারিস জলবায়ু চুক্তিতে বলা হয়েছে, শিল্পোন্নত বিশ্বে কার্বন নিসঃরণের কারণে প্রতিনিয়ত বাড়তে থাকে বৈশ্বিক উষ্ণতা। ২০৫০ সালের মধ্যে পৃথিবীতে কার্বনের ব্যবহার কমিয়ে তাপমাত্রা দুই ডিগ্রিতে নামিয়ে আনার চেষ্টা করা হবে। তাই জলবায়ু নিয়ন্ত্রণে উন্নত দেশগুলো ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে স্বল্পোন্নত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের ১৫ শতাংশ কার্বনই নিঃসরিত হয় যুক্তরাষ্ট্র থেকে। তবে এ তথ্য মানতে নারাজ ট্রাম্প। এর আগে ২০১৭ সালে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ‘অযৌক্তিক চুক্তি’ বলে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন