শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি আলোচ্য বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদেরকে ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিবে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) কোম্পানিটির পর্ষদ সভায় সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। এ আগে গত ৩০ জুন ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ পয়সা।
আগামী ১৯ জানুয়ারি বেলা ১২ টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি।
আনন্দবাজার/এম.কে