ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের ২৬ সিনেমা হলে মুক্তি পেল ‘বিশ্বসুন্দরী’

দেশের-২৬-সিনেমা-হলে-মুক্তি-পেল-‘বিশ্বসুন্দরী

পরীমণি এবং সিয়াম আহমেদ জুটির ‘বিশ্বসুন্দরী’ সিনেমা আজ শুক্রবার (১১ ডিসেম্বর) দেশের ২৬ সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। আর সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। সেই সাথে জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’ দেশজুড়ে পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

জানা গেছে, দেশের ২৬ সিনেমা হলে সিনেমাটি মুক্তি পাওয়ার খবরটি  নিশ্চিত করেছেন সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান। সিয়াম-পরী ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আলমগীর, চম্পা, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ অনেকে।

ওই ২৬ সিনেমা হলগুলো হচ্ছে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার, ঢাকা), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ব্লকবাস্টার সিনেমাস্ (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), মম ইন (বগুড়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্কাই মুভি থিয়েটার (কক্সবাজার), আনন্দ (ঢাকা), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), বর্ষা (জয়দেবপুর), সেনা অডিটোরিয়াম (নবীনগর, সাভার), মনিহার (যশোর), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), চন্দ্রিমা (শ্রীপুর), সুগন্ধা (চট্টগ্রাম), সংগীতা (খুলনা), লিবার্টি (খুলনা), নন্দিতা (সিলেট) ও অভিরুচি (বরিশাল)।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন