হঠাৎ করেই কাজ করছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার কিছু আগে-পরে এই সমস্যা দেখা দিয়েছে। এ সময় অনেকই লগইন করতে পারছেন না, কারো টেক্সট যাচ্ছে না আবার ছবি পাঠাতে পারছেন না অনেকে। তবে এই সমস্যার স্পষ্ট কারণও জানা যাচ্ছে না।
এমন সমস্যার কথা বলে অনেকেই ফেসবুকে স্টাটাস দিচ্ছেন, টুইটারে টুইট করছেন। একই সঙ্গে সমস্যার কারণ এবং সমাধান জানতে চাইছেন। কিন্তু তা কেউ বলতে পারছে না। ফেসবুক কর্তৃপক্ষও এ নিয়ে এখনও কিছু জানায়নি।
আইটি বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। ফেসবুকের ক্ষেত্রে এটা নতুন কিছু নয়। এর আগেও এমনকি এ বছরই বেশ কয়েকবার এমন সমস্যা দেখা দিয়েছিল। হঠাৎ করে দেখা দিয়ে মেসেঞ্জার বিভ্রাট। তবে সেটা কয়েক ঘণ্টার মধ্যেই সমাধান করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
আনন্দবাজার/এম.কে