১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে ধর্ষিত লাখ লাখ নারীর প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে ভারত।
গতকাল বুধবার আন্তর্জাতিক গণহত্যা দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পর্ব আখ্যা দিয়ে এই আহবান জানানো হয়েছে।
এ ব্যাপারে একটি টুইট বার্তায় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি বলেন, ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করে জাতিসংঘ। আসুন আমরা তৎকালীন পূর্ব পাকিস্তানের ৩০ লাখ শহীদ এবং দুই লাখ কিংবা তার চেয়ে বেশি নারী যারা পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের দোসরদের হাতে ধর্ষিত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এটা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পর্ব।
আনন্দবাজার/টি এস পি