এবার বিজ্ঞাপন দেখাবে ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই বিজ্ঞাপন হোয়াটসঅ্যাপের একটি নির্দিষ্ট স্থানে প্রদর্শিত হবে।
হোয়াটসঅ্যাপের খবর সংক্রান্ত স্বাধীন প্ল্যাটফরম ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ তাদের একটি নতুন সংস্করণের আপডেট নিয়ে আসছে। সেই সংস্করণে বিজ্ঞাপন দেখানো হবে।
তবে এসব বিজ্ঞাপন বাণিজ্যিক উদ্দেশ্যে দেখানো হবে এমন নয়। নিজেদের কমিউনিটির পরিধি বাড়াতে এসব বিজ্ঞাপন যুক্ত হবে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, টেলিগ্রামের মতো হোয়াটসঅ্যাপ দুই ধাপের যাচাইকরণ কোড যুক্ত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ নিজেদের টার্মস অব ইউস ও প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনছে।
হোয়াটসঅ্যাপে প্রতিদিন প্রায় ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি বার্তা আদান-প্রদান হচ্ছে। ২০১৪ সালে হোয়াটসঅ্যাপে প্রতিদিন প্রায় ৫০ বিলিয়ন বার্তা আদান-প্রদান হতো। গত ইংরেজি নববর্ষে প্রথম ১০০ বিলিয়ন বার্তা আদান-প্রদান হওয়ার মাইলফলক গড়ে হোয়াটসঅ্যাপ।
আনন্দবাজার/শাহী/টিএসপি