ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে ধারাবাহিক উত্থান

গত সপ্তাহের তিন আর চলতি সপ্তাহের দুই কার্যদিবস মিলে টানা পাঁচ কার্যদিবস উত্থানে রয়েছে শেয়ার বাজার। ধারাবাহিক উত্থানে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ হাজারের ঘর অতিক্রম করেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও ডিএসইতে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা গেল কার্যদিবসের থেকে ৩ কোটি ৬ লাখ টাকা বেশি। রবিবার লেনদেন হয়েছিল ৮৪৩ কোটি ৮০ লাখ টাকার।

সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানির শেয়ার দর।

এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৫ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ কোম্পানির শেয়ার দর।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন