ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফের ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন করছে ইসরায়েল

ফের ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন করছে ইসরায়েল

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রকল্পের অনুমোদন দিয়েছে জেরুজালেম। এছাড়াও আল-কুদস শহরের উত্তরে আরও ৯ হাজার ইউনিট বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে দেশটি। এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল এবং ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যম।

রবিবার পশ্চিম তীরে নতুন চারটি বসতি নির্মাণের প্রকল্পের অনুমোদন দিয়েছেন ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ইলেভেনের বরাত দিয়ে ফিলিস্তিনের মা’আন সংবাদ সংস্থা জানায়, যেখানে আল-কুদস শহরের পৌরসভা রয়েছে সেখানে ইহুদিদের জন্য ৯ হাজার বসতি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, জেরুজালেম শহরের পরিত্যক্ত বিমানবন্দরের কাছে কয়েক হাজার ইউনিট বসতি নির্মাণ করা হবে। এর আগে ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ওই এলাকা দখল করে নেয় ইসরায়েল।

গত কয়েক বছর আগে জেরুজালেম শহরের এ নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা করা হয়। তবে আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে কয়েক বার তা স্থগিত করতে বাধ্য হয় ইসরায়েল।

গত কয়েক বছরে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে শত শত বসতি স্থাপন করেছে। পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দেখতে চায় ফিলিস্তিনিরা। সেখানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করে। তবে তাদের ভূখণ্ডের মধ্যেই নতুন বসতি গড়ে তুলেছে প্রায় সাড়ে চার লাখ ইসরায়েলি।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন