ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে রহস্যজনক রোগে অসুস্থ শতাধিক মানুষ

ভারতে রহস্যজনক রোগে অসুস্থ শতাধিক মানুষ

করোনা মহামারীর মধ্যেই ভারতে রহস্যজনক অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক মানুষ। এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের ওয়েস্ট গোদাবরী জেলার এলুরুতে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করে রহস্যজনকভাবে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তারপর হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ১৪০ জনেরও বেশি মানুষকে।

জানা গেছে, অসুস্থদের মধ্যে অনেকের মাথা ব্যথা, বমি, এপিলেপ্সির মত লক্ষণ দেখা গিয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বেশির ভাগ মানুষই আপাতত স্থিতিশীল রয়েছেন। তাদের চিকিৎসা চলছে এলুরু গভমেন্ট জেনারেল হাসপাতালে।

বিষাক্ত পানি খাওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকে। অবশ্য এই বিষয়টা এখনও নিশ্চিত করেনি প্রশাসন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হলে কোন দূষণ ধরা পড়েনি। আক্রান্তদের রক্তের নমুনাতেও কোনও ভাইরাল ইনফেকশন পাওয়া যায়নি। আক্রান্তদের করোনা পরীক্ষা করেও নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

এই ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। সোমবার আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তিনি। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন