ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আড়াই ঘণ্টায় কোটি টাকার মাছ বেচাকেনা

ধলেশ্বরীর তীর ঘেঁষে শত বছরের পুরোনো মুন্সিগঞ্জের মিরকাদিম মৎস্য আড়তে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে। তাজা মাছ পাওয়ায় ক্রেতারা বিভিন্ন জেলা থেকে মাছ কিনতে আসেন এখানে। সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কেজি প্রতি ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমেছে।

ইলিশ, পাঙ্গাশ, রুই- কাতল, চিতল, বোয়াল, সিং-কৈসহ হরেক রকমের মাছে সয়লাব মুন্সিগঞ্জের মিরকাদিম মৎস্য আড়ত। নদী, পুকুর ছাড়াও সামুদ্রিক মাছে ভরে গেছে বাজার। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় মাছের দাম কমেছে। ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা বলছেন লোকসান গুনতে হচ্ছে তাদের।

এক ক্রেতা বলেন, অনেক জায়গা থেকে এখানে বিভিন্ন পদের মাছ আসছে। এজন্য কম দামে মাছ কিনতে পারছি আমরা।

তিনি জানান, এখানে খোলা আকাশের নিচে মাছ বিক্রি করা হচ্ছে। ক্রেতারাও খোলা আকাশের নিচে আসছে মাছ কিনতে। বৃষ্টি হলেই বাড়তে থাকতে ভোগান্তি, কাদা ও পানি জমে জলাবদ্ধতার রূপ নেয়। এতে খুব কষ্টের মধ্যে দিয়ে বেচা কেনা চলে।

দেড় একর জমির উপর গড়ে উঠা ঐতিহ্যবাহী এ হাটে ভোর থেকে আড়াই ঘণ্টায় এক কোটি টাকার বেচাকেনা হয়।

  • সূত্র : সময়

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন