ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেক্সিমকো ফার্মা : টানা ৬ সপ্তাহ লেনদেনের শীর্ষে

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৬ সপ্তাহ ধরে লেনদেনের শীর্ষস্থান দখলে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। বিদয়ী সপ্তাহে কোম্পানিটি ১৯১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষস্থান ধরে রেখেছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা যায়, আলোচ্য সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৬৫২টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি মোট ৬ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার ৩৯৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৭৭ কোটি ৬৩ লাখ টাকা।

এদিকে নিটল ইন্স্যুরেন্স ১ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টি শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৮৮ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো : ন্যাশনাল ফিড মিলস, প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন